নোটিশ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য তথ্য ও প্রয়োজনীয় কাগজ-পত্র সমূহ-এইচএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পুরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি।-এইচএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পুরণ বিজ্ঞপ্তি-২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-২০১৯ সালের অনার্স ২য় বর্ষ ( নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ) পরীক্ষার সময়সূচি।-২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সয়সূচি ....-২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীসমুহের ছাত্র-ছাত্রীদের ১ম সাময়িক পরীক্ষার সময়সূচী-২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীসমুহের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার সময়সূচী ও পরীক্ষা সম্পর্কিত নুটিষ...

Home » নোটিশ » ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।

অধ্যক্ষ

জিয়াউল
মোঃ জিয়াউল হুদা জুয়েল ( ZH-অধ্যক্ষ )। Mob:01817509974

উপাধ্যক্ষ

সরদার
সরদার কুদরত-ই-খুদা ( SQK-উপাধ্যক্ষ ) । Mob: 01712653721

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর পরীক্ষার ফরম পূরণের সময় সীমা।

ফটো গ্যালারী

Post title marquee scroll

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য তথ্য ও প্রয়োজনীয় কাগজ-পত্র সমূহ-এইচএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পুরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি।-এইচএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পুরণ বিজ্ঞপ্তি-২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-২০১৯ সালের অনার্স ২য় বর্ষ ( নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ) পরীক্ষার সময়সূচি।-২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সয়সূচি ....-২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীসমুহের ছাত্র-ছাত্রীদের ১ম সাময়িক পরীক্ষার সময়সূচী-২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।-২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীসমুহের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার সময়সূচী ও পরীক্ষা সম্পর্কিত নুটিষ...

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান ( স্নাতক ) শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ ও কলেজ কতৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময়সূচী সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি।

banner

বিক্যাসে টাকা পাঠানোর ক্ষেত্রে বিশেষ নির্দেশনা
বিক্যাস অ্যাপে গিয়ে ‘Make Payment’ সিলেক্ট করে Reference এর স্থলে রোল নং দিয়ে ‘01844666810’ নাম্বারে পাঠাতে হবে।

“জাতীয় বিশ্ব‌বিদ্যালয় অধিভুক্ত কে‌.বি.এম. ক‌লেজ দিনাজপু‌রে অনার্স ১ম ব‌র্ষে ১১ টি বিষ‌য়ে ও বি‌বিএ (প্র‌ফেশনাল) কো‌র্সে অনলাই‌নে ভ‌র্তির আবেদন চল‌ছে । ১ম মেধায় ভ‌র্তিকৃত ছাএ-ছাএী‌দের কোর্স ফি এর উপর ১০% বি‌শেষ ছাড় । জাতীয় বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধী‌নে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিষয়ে কিছু তথ্যঃ

প্রশ্নঃ কয়টি কলেজে আবেদন করা যা‌বে ?
উত্তরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন একটি কলেজে আবেদন করা যা‌বে ।
প্রশ্নঃ যদি মেরিট লিস্টে‌ সুযোগ না পাও তাহলে কি করতে হ‌বে ?
উওরঃ তাহলে রিলিজ স্লিপে আবেদন করতে হবে । সাধারনত 2 বার রিলিজ স্লিপ দেয়। রিলিজ স্লিপে যে সকল কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকে সে সকল কলেজে‌র মধ্যে 5 টি ক‌লে‌জে আবেদন করা যা‌বে ।
প্রশ্নঃ সাইন্স থেকে কমার্স বা কমার্স থেকে সাইন্স বা আর্টস থেকে সাইন্স বা আর্টস থেকে কমার্স, এক কথায় গ্রুপ পরিবর্তন করে ফরম তুলতে পারবে কিনা?
উত্তরঃ আবেদনের সময় যতগুলো বিষয় শো করবে তার সবগু‌লোই চয়েজ করতে পারবে ।
প্রশ্নঃ ভা‌লো কলেজে কত পয়েন্টে চান্স পাওয়া যায় ?
উত্তরঃ প্রতিটি কলেজে আলাদা মেরিট এর ভিত্তিতে ভর্তি নিবে । তাদের মধ্যে যাদের GPA বেশি থাকবে তারাই সুযোগ পাবে।
প্রশ্নঃ সরকারি কলেজ আর বেসরকারি কলেজের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ‌কোন পার্থক্য নেই । পার্থক্য শুধু খরচের দিক থেকে । সরকারিতে খরচ একটু কম আর বেসরকারিতে খরচ একটু বেশি। বেসরকারিতে খরচ কলেজ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে হয়তো কোনটা কম কোনটা একটু বেশি । সরকারি কলেজ আর বেসরকারি কলেজের সার্টিফিকেট এর মধ্যে কোন পার্থক্য থাকে না । সবার সার্টিফিকেট একই ধরনের । জাতীয় বিশ্ব‌বিদ্যালয় থে‌কেই সবাই‌কে সা‌র্টি‌ফি‌কেট দেয়া হয় ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ২২ মে থেকে আবেদন চলবে ৯ জুন পর্যন্ত । ২০২১ -২০২২ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ এসএসসি পাশের সনঃ ২০১৮ এবং ২০১৯। এইচএসসি পাসের সনঃ ২০২০ এবং ২০২১ । মানবিক শাখার জন্যঃ এসএসসিঃ ৩.৫০ এইচএসসিঃ ৩.০০ বিজ্ঞান ও বা‌নিজ্য শাখার জন্যঃ এসএসসিঃ ৩.৫০ এইচএসসিঃ ৩.৫০ উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য যেসব জিনিস প্রয়োজনীয়ঃ ** ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ** আবেদনকারীর মোবাইল নম্বর ** এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর ** অনলাইনে মাধ্যমে আবেদন করার পর অনার্স ভর্তির একটি ফরম দিবে সেটা প্রিন্ট করতে হবে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) অনার্স ভর্তির ফলাফলঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনের সময়সীমা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই ১ম মেধাতালিকা প্রকাশ করা হবে। ১ম মেধা তালিকায় যারা চান্স পাবেনা তাদের ২য় মেধাতালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে। এরপর কোটা ও ২য় মেধাতালিকার মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ করা হবে। এর পরেও যারা চান্স পাবে না তাদের জন্য ১ম রিলিজ স্লিপ ও ২য় রিলিজ স্লিপের আবেদন গ্রহন করা হ‌বে ও ফলাফল প্রকাশ হবে। প্রার্থীরা ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions Or http://app1.nu.edu.bd) এর মাধ্যমে আবেদন ও ফলাফল জানতে পারবে।”

১ম বর্ষ সম্মান (স্নাতক) শ্রেণীর ভর্তি সম্পর্কিত নির্দেশিকা।

Download (PDF, 156KB)