
আমি দিনাজপুর জেলার একজন সাধারণ মানুষ। জন্ম দিনাজপুরে তাই বাল্যকাল থেকেই কেবিএম কলেজের নাম শুনে আসতেছি। বদনামও শুনেছি। এক সময় কেবিএম কলেজের বদনাম ছিল আইস ক্রিমের মত, খাইতে ভাল লাগে তবে সাস্থকর নয়। যাইহোক আজ আর সেই বদনাম নেই। অতীতে যতটা বদনাম ছিল, আজ তার চেয়ে অধিক সুনাম নিয়ে দিনাজপুরের শিক্ষাঙ্গনে বলিষ্ট অবদান রেখে, দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী।