
আমি একজন এলাকাবাসী, কলেজ এলাকায় আমার বাস। আমি গর্বিত যে কেবিএম কলেজ এলাকায় আমি বাস করি। বিবিএ সহ এগারোটি বিষয়ে অনার্স; বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিষয়ে উচ্চমাধ্যমিক ও ডিগ্রী; বিএম এবং কৃষি ডিপ্লমা সকল বিষয়ে সার্থকতার সহিত পাঠদান করে উল্লেখযোগ্য ফলাফল অর্জনের মাধ্যমে কেবিএম কলেজ দিনাজপুরের শিক্ষাঙ্গনে অবস্থান করে নিয়েছে। নিজেস্য উদ্যোগে নিয়োমিত কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাসে পাঠদানের উপযোগী করে তোলা হয়েছে। যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের আসির্বাদ হয়ে দড়িয়েছে।