
আমি একজন অভিভাবক। আমার মেয়ে কেবিএম কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। মেয়ের আচার-আচরন ও লেখা-পড়ার প্রতি মনোযোগ দেখে আমি সন্তষ্ট। কলেজের ক্রিষ্টিকালচার এবং পাঠাভ্যাস তার জীবনকে গতিশীল করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষকদের স্বকীয় দক্ষতায় তৈরী পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান, সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনাময় করে তুলেছে। কলেজ প্রশাসন ও শিক্ষাগুরুদের প্রতি রইল আমার আন্তরিক অভিবাধন।